যাদের জনসমর্থন নেই তারাই পিআর চায়: এস এম জাহাঙ্গীর হোসেন

যাদের জনসমর্থন নেই তারাই পিআর চায়: এস এম জাহাঙ্গীর হোসেন

এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে। চারদিকে ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশে যেকোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে। তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

কর্মসূচিতে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ভাটারা থানা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, খিলক্ষেত থানা বিএনপির সদস্যসচিব সোহরাব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top