যশোরে একই সময়ে পাশাপাশি স্থানে সমাবেশ করে বিএনপি ও জামায়াতের ‘শক্তির মহড়া’

যশোরে একই সময়ে পাশাপাশি স্থানে সমাবেশ করে বিএনপি ও জামায়াতের ‘শক্তির মহড়া’

পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আমাদের চূড়ান্ত বিজয় এখনো বাকি আছে। যে গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। হাজার হাজার নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছে; সেই গণতন্ত্র পুরোপুরি আসতে একটি অবাধ সুষ্ঠু ভোটের দরকার। ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।’

এদিকে শহরের জিরো পয়েন্ট মোড়ে গণসমাবেশ করে জেলা জামায়াত। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শুরা সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। সমাবেশে তিনি বলেন, ‘যারা জুলাই–আগস্টের চেতনা ধারণ করতে চায় না, তাঁদের মধ্যে ফ্যাসিস্টের পদধ্বনি শোনা যায়। সরকার এখনো জুলাই যোদ্ধাদের জন্য তেমন কিছু করেনি, যা পীড়াদায়ক। জামায়াত একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এটি কেবল বক্তব্য-মিছিল দিয়ে হবে না। কাজের মাধ্যমে করতে হবে।’

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা দেন কুষ্টিয়া যশোর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজীজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর-৫ (মনিরামপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী এনামুল হক, যশোর-৩ (সদর) আসনের মনোনীত প্রার্থী আবদুল কাদের, যশোর-৬ (কেশবপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, শহর শাখার আমির অধ্যাপক শামছুজ্জামান, সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলী প্রমুখ। গণসমাবেশ শেষে বিজয় মিছিল বের করা হয়।

Scroll to Top