বক্সিং ম্যাচে আহত হয়েছিলেন আয়াল্যান্ডের বক্সার জন কুনি। হাসপাতালে নেয়া হয় দ্রুতই। তবে আর ফেরা হল। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর মারা গেছেন ২৮ বর্ষী আইরিশ বক্সার।
শনিবার জন কুনির মৃত্যুর বিষয়টি জানিয়েছে তার ম্যানেজার মার্ক ডানলপ। পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘অতি দুঃখের সাথেই আমাদের ঘোষণা করতে হচ্ছে যে, জীবনের সঙ্গে এক সপ্তাহ ধরে লড়াইয়ের পর জন কুনি মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে বেলফাস্টের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি, যারা তার জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করেছেন। জন কতটা বিশেষ ছিল আমাদের জন্য তা ভুলে যেতে সারাজীবন সময় লাগবে। শান্তিতে থেকো ‘দ্য কিড’ কুনি।
গত শনিবার রাজধানী একটি বক্সিং ম্যাচে অংশ নিয়েছিলেন কুনি। বেলফাস্টের আলস্টার হলে নাথান হাওয়েলের বিপক্ষে খেলতে নামেন কুনি, ম্যাচে হেরে যান। কুনি গুরুতর আহত হলে ম্যাচটি নবম রাউন্ডে স্থগিত করে দেয়া হয়। দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়। তখন জানা যায়, তার মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিল। জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই নিবিড় পরিচর্যায় (আইসিউ) ছিলেন তিনি।
২০২৩ সালের নভেম্বরে ডাবলিনে লিয়াম গায়নোরের বিরুদ্ধে জয় পেয়ে সেলটিক সুপার-ফেওয়েদার টাইটেল জেতেন কুনি। হাতে আঘাত পাওয়ায় পরের এক বছর বক্সিং থেকে বাইরে ছিলেন। এরপর গত অক্টোবরে ট্যাম্পেলা মহারুশির বিপক্ষে জিতে আবারও রিংয়ে ফিরে আসেন তিনি।