ম্যাচ জেতার পরও জরিমানা গুনতে হচ্ছে কলকাতা অধিনায়ক রানাকে – Allrounder BD

ম্যাচ জেতার পরও জরিমানা গুনতে হচ্ছে কলকাতা অধিনায়ক রানাকে – Allrounder BD

ম্যাচ জেতার পরও জরিমানা গুনতে হচ্ছে কলকাতা অধিনায়ক রানাকে – Allrounder BD

আইপিএলে সোমবার রাতে শেষ বলের রোমাঞ্চে পাঞ্জাব কিংসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ বলে চার মেরে দলকে জেতান রিংকু সিং। দলের জয়ে ব্যাট হাতে ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নীতিশ রানা। কিন্ত সব ছাপিয়ে স্লো ওভাররেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাকে।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ানের ৪৭ বলে ৫৭ ও জিতেশ শর্মা, রিষি ধাওয়ান, শাহরুখ খান ও হারপ্রিত ব্রারের ছোট ছোট ইনিংসে ১৭৯ রান করে প্রীতি জিনতার দল।

জবাবে খেলতে নেমে কলকাতার ওপেনিং ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ দ্রুত ফিরে গেলেও আক্রমনাত্মক ব্যাটিংয়ে ২৪ বলে ৩৮ রান করেন আরেক বিদেশি ওপেনার জেসন রয়। ম্যাচের  শেষদিকে এসে ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেল। মাত্র ২৩ বলে ৩ ছক্কা ও ৩ বাউন্ডারিতে করেন ৪২ রান। মাত্র ১০ বলে ২১ রানের ক্যামিও খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন রিংকু। এর আগে গুজরাটের সাথে শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে জিতিয়েছিলেন তিনি।

Scroll to Top