‘মেসির মতো ইয়ামালকেও উপভোগ করো’ | চ্যানেল আই অনলাইন

‘মেসির মতো ইয়ামালকেও উপভোগ করো’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আর্জেন্টাইন সঙ্গীতশিল্পী নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে এনেছেন লামিন ইয়ামাল। এনে আলোচনা-সমালোচনায় পড়েছেন ১৮ বর্ষী স্পেনিয়ার্ড। তাকে নিয়ে সমালোচনা না করে তার খেলা উপভোগ করতে বলছেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে।

৬৪ বর্ষী কোচ সমালোচকদের বলেছেন, ‘ইয়ামালের প্রতিভা উপভোগ করতে মাঠের বাইরে তার জীবনকে নয়, মহাতারকা মেসিকে যেভাবে উপভোগ করেছেন, সেভাবে লামিনকেও উপভোগ করুন। তার গাড়ি, বান্ধবী, জন্মদিন নিয়ে নয়।’ সম্প্রতি লামিন ইয়ামাল জন্মদিন উদযাপন এবং আয়োজনের নানা বিষয় নিয়ে আইনি জামেলায় পড়েছেন।

ইয়ামাল ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখোমুখি হলেও কাছের মানুষ এবং জাতীয় দলের কোচ ফুয়েন্তে জোর দিয়েই বলেছেন, মনোযোগ রাখতে হবে শুধু তার ফুটবলের উপরে।

‘লামিন ১৮ বছরের তরুণ, মানসিকভাবে বিকশিত হচ্ছে। ফুটবলকে গভীরভাবে ভালোবাসে এবং বোঝে। কীভাবে ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের মতো জটিল পরিস্থিতি সামলাতে হয় সেটা জানে। আমরা ফুটবলের কম সুখকর দিকগুলো নিয়ে আলোচনা করি, অথচ আমাদের উচিত যে মূল্যবোধ আছে তা প্রকাশ করা। লামিনের অসাধারণ আত্মত্যাগ, উদারতা আছে। সে এক ফুটবল জিনিয়াস। আমাদের উচিত এসবের উপর মনোযোগ দেয়া, তার চেয়ে বেশি নয়। সে গাড়ি কিনেছে, মোটরসাইকেল কিনেছে, কিংবা বান্ধবীর সঙ্গে কোথাও গেছে এসব নয়। লামিন এমনকিছু করেনি, যা সমালোচনার যোগ্য।’

ইয়ামালকে বিশ্বকাপজয়ী মেসির অনুরূপ বলেছেন স্প্যানিশ কোচ, ‘তার সামনে বিশাল এক আয়না আছে যার দিকে তাকানো যায়। মেসির করা সব মহান কাজকে তার আলিঙ্গন করতে হবে। আমি আশা করি, আমরা ইয়ামালকে উপভোগ করব, যেমন মেসিকে উপভোগ করেছি।’

১৬ বছর বয়সে স্পেন দলে ডাক পান ইয়ামাল। ১৭ বছর বয়সে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ১৮ বছর বয়সে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। ১৮ বছর বয়সে বার্সার কিংবদন্তি সাবেক মেসির মতোই কাতালুনিয়ানদের আক্রমণ ভার কাঁধে নিয়ে এগোচ্ছেন।

Scroll to Top