স্প্যানিশ সুপার কাপের পর কোপা ডেল রে’তেও বড় জয় পেয়েছে বার্সেলোনা। দলটির অন্যতম ভরসা ১৭ বর্ষী লামিন ইয়ামাল ক্রমাগত ঝলক দেখিয়ে চলেছেন। বুধবার রাতে রিয়াল বেটিসকে হারানোর ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছেন। সতীর্থের এমন পারফরম্যান্স দেখে মেসির পরই তাকে সেরা বলছেন মিডফিল্ডার গ্যাভি।
১৭ বর্ষী ইয়ামাল এ মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন। এরমধ্যে নামের সাথে ৯ গোলের পাশাপাশি ১৩ অ্যাসিস্ট যোগ করেছেন। গত বছর ইউরো জয়ের পর ব্যালন ডি’অর তালিকায় ছিলেন অষ্টম স্থানে। কোপা ট্রফির পর গোল্ডেন বয় পুরস্কারও উঠেছে তার হাতে।
ম্যাচের সেরা খেলোয়াড় ইয়ামাল কিনা এমন প্রশ্নে গ্যাভি বলেছেন, ‘হ্যাঁ, সে ম্যাচের সেরা খেলোয়াড়। আর মেসির পর ইয়ামাল বিশ্বসেরা খেলোয়াড়।’
গ্যাভির বক্তব্য সমর্থন করেন কিনা এমন প্রশ্নে কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, ‘আপনারা জানেন, গ্যাভি খুবই আবেগপ্রবণ, সুতরাং আমিও তার কথায় হ্যাঁ বলেছি। আপনি সেটা দেখতে পারবেন। বড় ম্যাচে আপনি প্রতিভা দেখবেন এবং তার প্রতিভা সে ইতিমধ্যে বেশ কয়েকবার দেখিয়েছে। সে খুব ভালো পথে আছে। তবে আমাদের তাকে যত্ন নেয়া নিতে হবে।’
বার্সেলোনার আরেক সতীর্থ ব্রাজিলিয়ান রাফিনহা একদিন আগে ইয়ামালের ব্যালন ডি’অর জয় নিয়ে বলেছিলেন, ‘লামিন ইয়ামাল বেশকিছু ব্যালন ডি’অর জিততে চলেছে, তিনটির কথাই ধরেন।’