মেসি-রোনালদোকে ছাড়িয়ে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড | চ্যানেল আই অনলাইন

মেসি-রোনালদোকে ছাড়িয়ে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে দারুণ এক জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে একটি গোলের দেখা পেয়েছেন ম্যানসিটির গোলমেশিন নরওয়ের আর্লিং হালান্ড। গোলটি তাকে অন্যন্য এক মাইলফলকে পৌঁছে দিয়েছে। ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে মোট ৩০০ গোলের দেখা পেয়েছেন ২৪ বর্ষী তারকা।

হালান্ড ৩০০ গোলের মাইলফলকে ছাড়িয়ে গেছেন বিশ্বজয়ী লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও আরেক বিশ্বজয়ী কাইলিয়ান এমবাপেকে। তাদের চেয়ে বেশকিছু ম্যাচ কম খেলেছেন হালান্ড। সিটির হয়ে ১৪৫ ম্যাচে এটি তার ১২৩তম গোল।

৩০০ গোলের কীর্তিতে পৌঁছাতে রোনালদোর লেগেছিল ৫৫৪ ম্যাচ, মেসির লেগেছিল ৪১৮ ম্যাচ এবং কাইলিয়ান এমবাপের ৪০৯ ম্যাচ। এক্ষেত্রে হালান্ডের লেগেছে ৩৭০ ম্যাচ। যা রোনালদোর চেয়ে ১৮৪ ম্যাচ, মেসির থেকে ৪৮ ম্যাচ এবং এমবাপের থেকে ৩৯ ম্যাচ কম।

হালান্ডের এমন কীর্তিতে কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘আমার যা বলার আছে তা হল অভিনন্দন। মাত্র ২৪ বছর বয়সে সে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছেছে। স্ট্রাইকারকে আমি বেশ প্রশংসা করি। হালান্ডের জন্য আমি অনেক খুশি।’

ম্যানচেস্টার সিটি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারিয়েছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ম্যাচে হালান্ড গোল করেন ৫২ মিনিটে।

Scroll to Top