
বিরাট কোহলি আর ক্রিকেট খেলার বেশ ভক্ত ম্যানচেস্টার সিটির বর্তমান এবং এফসি বার্সেলোনার সাবেক কাতালুনিয়ান কোচ পেপ গার্দিওলা। মাস খানেক আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরুর জার্সি হাতে ছবি দিয়ে কোহলিদের থেকে জানতে চেয়েছিলেন ক্রিকেট খেলার নিয়ম। এবার সেই গার্দিওলার শহর বার্সেলোনায় হবে ক্রিকেট স্টেডিয়াম।
৩০ মিলিয়নের এক নতুন প্রকল্পে কাতালুনিয়ার জনগণকে সাইকেল চালানোর ট্র্যাক, খেলার মাঠসহ মোট ৮২২টি প্রকল্পের মধ্যে থেকে বাছাই করে নেওয়ার সুযোগ দেওয়া হয়। যেখানে সবাইকে অবাক করে লিওনেল মেসির বর্তমান আবাস্থল বার্সেলোনার বেশিরভাগ জনগণ ক্রিকেট স্টেডিয়াম তৈরির পক্ষে ভোট দেন। খবর ‘দ্য গার্ডিয়ানের’।
অর্থাত জুলিয়া দে ক্যাপমেনি নামক একটা পাহাড়ি অঞ্চলে ১.২ মিলিয়ন খরচ করে তৈরি করা হবে ক্রিকেট মাঠ, স্টেডিয়াম এবং পিচ।
বার্সেলোনা আন্তর্জাতিক ক্রিকেট ক্লাবের সভাপতি ড্যামিয়েন ম্যাকমুলেন জানান, কাতালুনিয়ায় প্রায় ২০টি দলে মোট সাতশো জন ক্রিকেট খেলেন। এ ছাড়াও মাদ্রিদ, ভ্যালেন্সিয়া সহ একাধিক জায়গায়ও ক্রিকেট খেলা হয়, ক্লাবও রয়েছে।