কলকাতা: যাত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি৷ ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিশেষ নজরদারি ছিলই৷ তা সত্ত্বেও মাঝ আকাশে দুর্যোগের মধ্যে পড়ে যাওয়ার পর যেভাবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নিরাপদে জরুরি অবতরণ করেছে, তাতেই দুই পাইলটের দক্ষতাকেই কৃতিত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল৷
এ দিন জলপাইগুড়িতে সভা করে হেলিকপ্টারে বাগডোগরা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময়ই শিলিগুড়ির কাছাকাছি এসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে যায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ বিপদ বুঝে সেবকে সেনা ছাউনিতেই হেলিকপ্টারের জরুরি অবতরণ করান দুই পাইলট৷
আরও পড়ুন
সূত্রের খবর, এ দিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ওড়ানোর দায়িত্বে ছিলেন দুই পাইলট ক্যাপ্টেন ভরত নিরঞ্জন এবং ক্যাপ্টেন প্রশান্ত আসওয়াল৷ দু জনেরই উত্তরবঙ্গে দীর্ঘদিন হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে৷ াপ্রাক্তন পাইলটদের মতে, এ দিন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই সময়মতো হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে নিয়েছেন দুই পাইলট৷ তা না হলে আরও দুর্যোগের মধ্যে পড়তে পারত মুখ্যমন্ত্রী চপার৷
জানা গিয়েছে, গাজলডোবার কাছে এসেই দুই পাইলট বুঝতে পারেন, আর এগোলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে৷ কারণ সেই সময় প্রবল ঝড় বৃষ্টি চলছিল৷ আকাশের অবস্থা হেলিকপ্টার ওড়ার পক্ষে প্রতিকূল বুঝেই দুই পাইলট হেলিকপ্টার ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন৷ প্রিকশানারি ল্যান্ডিং-এর সিদ্ধান্তও নেন দুই পাইলট৷ ততক্ষণাৎ এই সিদ্ধান্তেই আরও বড় বিপত্তি এড়ানো সম্ভব হয় বলেই মত বিমান পরিবহণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের৷ এর পর সেবক সেনা ছাউনিতে যোগাযোগ করে সেখানেই জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷
সূত্রের খবর, নিরাপদে হেলিকপ্টার অবতরণ করলেও আগাম খবর না থাকায় সিঁড়ির ব্যবস্থা করা সম্ভব হয়নি৷ ফলে একরকম লাফ দিয়েই হেলিকপ্টার থেকে নামতে হয় মুখ্যমন্ত্রীকে৷ প্রায় তিন- চার ফুট উচ্চতা থেকে এ ভাবে নামতে গিয়ে মুখ্যমন্ত্রী পায়ে এবং কোমরে চোট লাগে বলে খবর৷
তবে হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও ভারতে অসামরিক বিমান চলাচলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ডিজিসিএ-র পক্ষ থেকেও এ দিনের ঘটনা নিয়ে খোঁজখবর নিচ্ছে৷ যে বেসরকারি সংস্থার থেকে ওই হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়েছিল, তাদের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হচ্ছে৷
Published by:Debamoy Ghosh
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee