ক্রাইসিস ম্যান মাহমুদউল্লাহ রিয়াদ দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরে প্রচারের সব আলো শুষে নিচ্ছেন। তবে এই রিয়াদ ক’দিন আগেই ছিলেন সবার অলক্ষ্যে, সকলের অগোচরে। বিশ্রাম বলে রিয়াদকে রাখা হয় দলের বাইরে। বিশ্বকাপে ফিরেই রিয়াদ একা হাতে লড়ছেন। দলকে উদযাপনের মুহূর্ত এনে দেওয়ার সুযোগ না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে রিয়াদ উড়াচ্ছেন রঙিন ঘুরি। ঘটে যাওয়া অনেক ঘটনার ব্যাথা কেবল নিজেই সয়েছেন, সুযোগ পেয়েও বললেন না অনেক কিছুই।
মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের ইভেন্টে এসে ক্যামেরার লাইটে বলতে চান না ক্ষোভের কথা। সেঞ্চুরি হাঁকিয়ে যে বলে দিলেন অনেক কথাই, আর বাকি সব পরে বলবেন বলে একপ্রকার ঘোষণাও দিয়ে গেলেন মুম্বাইয়ের প্রেস কনফারেন্স রুমে।
‘অনেক কিছুই বলতে চাই। তবে এটা সঠিক সময় নয়। পরে বলব ইনশাআল্লাহ।’
১১১ বলে ১১১ রান, এই বাইনারি সংখ্যা গুলো যেন রিয়াদের প্রতিচ্ছবি। রিয়াদ সেঞ্চুরি উদযাপনে দেখিয়েছেন এই অর্জন তার থেকে বরং সৃষ্টিকর্তার জন্যই সম্ভব হয়েছে।
‘প্রথমত আলহামদুলিল্লাহ। ওরকম (সেলিব্রেশন) রহস্য নেই। আল্লাহর রহমতে হয়েছে। শুধু চেষ্টা করেছি যতটা অবদান রাখা যায়।’
দলের পরাজয় নিশ্চিত হয়ে যায় আগেই। রিয়াদ কেবল নিজের লড়াইটা করেছেন। প্রোটিয়াদের চোখে চোখ রেখে ব্যাট চালিয়েছেন। বলার মতো অবস্থানে নিতে দলের সংগ্রহটা টেনেছেন একা হাতে।
‘দলের জন্য খেলতে চেয়েছি, অবদান রাখতে চেয়েছি। যতটুকুই পারি। জয়ের জন্য অবদান রাখতে পারলে আরও ভালো লাগবে। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন চালিয়ে যাওয়ার। চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে, কষ্ট করতে। এর বাইরে তো করার কিছু নেই।’
‘ক্যারিয়ারজুড়ে অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখেছি। আলহামদুলিল্লাহ।’