মুখের অভিব্যক্তি পরিবর্তনের পাশাপাশি মাথা নাড়িয়েও নিয়ন্ত্রণ করা যাবে ল্যাপটপ

মুখের অভিব্যক্তি পরিবর্তনের পাশাপাশি মাথা নাড়িয়েও নিয়ন্ত্রণ করা যাবে ল্যাপটপ

গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি বিশেষভাবে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ল্যাপটপ ব্যবহারকারীরা মুখের নানা ধরনের অভিব্যক্তি, যেমন—চোখ টিপ দেওয়া, ভেংচি কাটা, হাসি বা মাথা নাড়ানো ইত্যাদির মাধ্যমে নির্দিষ্ট কমান্ড দিতে পারবেন।

গুগলের সফটওয়্যার প্রকৌশলী আমান্ডা লিন ডিটজ একটি ভিডিওর মাধ্যমে সুবিধাটির কার্যকারিতা তুলে ধরেন, যেখানে তাঁকে মুখের অভিব্যক্তি ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। নতুন এ প্রযুক্তিসুবিধা চালুর পাশাপাশি এ বছর ২০টির বেশি নতুন ক্রোমবুক আনার পরিকল্পনা করেছে গুগল। স্ট্যান্ডার্ড ক্রোমবুক ও ক্রোমবুক প্লাস সিরিজের অধীনে এসব নতুন মডেল আনা হতে পারে।

Scroll to Top