নাজিব বেগ: মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়তে পারে পার্বত্য অঞ্চলে। এমন আশঙ্কা করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংঘাত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অস্ত্র কেনা-বেচার চেষ্টা হতে পারে।
বিশ্লেষকদের আশঙ্কা, মিয়ানমারে চলমান সংঘাতের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এজন্য সীমান্ত এলাকা দিয়ে কোনভাবেই যাতে অস্ত্র-গোলাবারুদ বাংলাদেশের ভেতরে না আসে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন তারা।
নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম জানান, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৮৩ কিলোমিটার। মিয়ানমারের ভেতরে সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। সংঘাতে পরাজিত পক্ষ নিরাপদ আশ্রয়ের জন্য বেছে নিতে পারে পার্বত্য অঞ্চলকে।
এই পরিস্থিতিতে মিয়ানমারের অস্ত্র কেনা-বেচার সাথে দেশের কেউ জড়ানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ এমদাদুল ইসলাম। আগেভাগেই পদক্ষেপ নিলে সংকট এড়ানো যাবে বলেও মনে করছেন তিনি।