মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটি, চার ফিফটিতে ৩২১ | চ্যানেল আই অনলাইন

মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটি, চার ফিফটিতে ৩২১ | চ্যানেল আই অনলাইন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে ৯ রানে দুই উইকেট, সেখান থেকে বাংলাদেশকে টেনে নেন সৌম্য সরকার ও মেহেদী হাসান। দুই ব্যাটার ফিরে যাওয়ার পর হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক। তাদের ১৫০ রানের রেকর্ড জুটিতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগার্স।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩২১ রান তোলে বাংলাদেশ।

বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তানজিদ তামিম ও লিটন দাস ফিরে যান রানের খাতা খোলার আগেই। সেখান থেকে বাংলাদেশকে টেনে তোলেন মিরাজ ও সৌম্য। ১২৭ বলে ১৩৬ রানের জুটি গড়েন দুজনে। ২৩.৩ ওভারে জুটি ভাঙেন গুডাকেশ মোতি। ক্যারিবীয় বোলারের ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশ ওপেনার। আম্পায়ার বোলারের আবেদনে সাড়া দেন। রিভিউও নেন সৌম্য তবে লাভ হয়নি। চারটি করে চার ও ছক্কায় ৭৩ বলে ৭৩ রানের দারুণ ইনিংস খেলে ফিরে যান।

১৭১ রানে দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। ৩০তম ওভারের তৃতীয় বলে শেফার্ডের বল পয়েন্টে খেলেন আফিফ। ননস্ট্রাইকে থাকা মিরাজ রানের জন্য বের হন। বল রাদারফোর্ডের হাতে সরাসরি জমা পড়ায় ফিরে আসার চেষ্টা করেন। তবে দাগ স্পর্শ করার আগেই ডিরেক্ট হিটে স্টাম্প ভেঙে দেন রাদারফোর্ড। আটটি চার ও দুটি ছক্কায় ৭৩ বলে ৭৭ রান করে ফিরে যান টাইগার অধিনায়ক। ৩১তম ওভারে বলে এসে ২৯ বলে ১৫ রান করা আফিফকে ফেরান রাদারফোর্ড।

GOVT

১৭১ রানে পাঁচ উইকেট হারানোর পর হাল ধরেন মাহমুদউল্লাহ ও জাকের। চার-ছক্কায় মাতিয়ে রাখেন। দুজনের ১১৭ বলে ১৫০ রানের অপ্রতিরোধ্য জুটিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২১ রান। মাহমুদউল্লাহ ও জাকেরের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েসের ১২৮ রানের জুটি ছিল সর্বোচ্চ।

মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। চারটি ছক্কা হাঁকিয়ে তামিম ইকবালের রেকর্ড ভাঙলেন তিনি। গত ম্যাচেই ৪ ছক্কা হাঁকিয়ে তামিম ইকবালের ১০৩ ছক্কায় ভাগ বসান। আজ তাকে ছাড়িয়ে গেলেন, ১০৭টি ছক্কা এখন মাহমুদউল্লাহর।

ক্যারিয়ারে প্রথম ফিফটি ছোঁয়া জাকের পাঁচটি চার ও দুই ছক্কায় ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ২টি উইকেট নেন। শেরফান রাদারফোর্ড ও গুডাকেশ মোতি নেন ১টি করে উইকেট।

Shoroter Joba

Scroll to Top