যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফেরি ক্রুসকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
রোববার ২৪ আগস্ট রয়টার্স জানিয়েছে, শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফেরি ক্রুস এবং আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
পেন্টাগন এবং হোয়াইট হাউস উভয়ই ক্রুসকে অপসারণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা এই পদক্ষেপের পিছনে কারণ উল্লেখ করেনি।
বরখাস্ত হওয়া ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা হলেন- মার্কিন নৌবাহিনীর রিজার্ভ প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি ল্যাকোর এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডস।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইরানে মার্কিন হামলা নিয়ে গোয়েন্দা সংস্থাটির জুনের মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় কেবলমাত্র সীমিত ক্ষতি হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। ইরানে মার্কিন হামলার বিষয়ে ডিআইএর প্রাথমিক এ অনুসন্ধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সাথে সাংঘর্ষিক বলে মনে হওয়ার পরে এই অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার, সিনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের ভাইস চেয়ারম্যান, বলেছেন, ‘আরেকজন সিনিয়র জাতীয় নিরাপত্তা কর্মকর্তার বরখাস্ত ট্রাম্প প্রশাসনের বিপজ্জনক অভ্যাসকে তুলে ধরে যে গোয়েন্দা তথ্যকে আমাদের দেশের সুরক্ষার পরিবর্তে আনুগত্যের পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
ডিআইএ-এর একজন মুখপাত্র এনবিসি নিউজকে জানিয়েছেন, ডেপুটি ডিরেক্টর ক্রিস্টিন বোর্ডিন অবিলম্বে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এপ্রিল মাসে, ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক জেনারেল টিমোথি হাফকে বরখাস্ত করেন, বৃহত্তর শুদ্ধি অভিযানের অংশ হিসেবে, যার মধ্যে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের এক ডজনেরও বেশি কর্মীও অন্তর্ভুক্ত ছিল।