মারা গেছেন সাবেক ইংলিশ পেসার পিটার | চ্যানেল আই অনলাইন

মারা গেছেন সাবেক ইংলিশ পেসার পিটার | চ্যানেল আই অনলাইন

ইংল্যান্ডের সাবেক পেস বোলার পিটার লিভার মারা গেছেন। বৃহস্পতিবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭০ সালে ইংল্যান্ডে হয়ে টেস্ট অভিষেক হয় পিটারের। ৫ বছরের ক্যারিয়ারে ১৭টি টেস্ট খেলেছেন। ৩১ ইনিংসে বল করে ৪১টি উইকেট নেন। ওয়ানডে অভিষেক হয় টেস্ট অভিষেকের এক বছর পর। ১০টি ম্যাচ খেলেন, উইকেট নেন ১১টি।

;

ঘরোয়া ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে ১০০০টি উইকেট নিয়েছেন। ১৯৭৬ সালে অবসর নেন তিনি। ১৯৮৩ সাল পর্যন্ত লিস্ট এ ক্রিকেট খেলেন। পরে রে ইলিংওয়ার্থের অধীনে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেন পিটার। গত বছর ল্যাঙ্কাশায়ারের হল অফ ফেমে স্থান পান।

Scroll to Top