07

প্রসঙ্গত, ‘জাট’ হল অ্যাকশন থ্রিলার ছবি। এর গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন গোপীনাথ মালিনেনি। প্রযোজনা করেছে মাইথ্রি মুভি মেকার্স এবং পিওপল মিডিয়া ফ্যাক্টরি। এই ছবিতে থাকছেন সানি দেওল, রণদীপ হুডা, বিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, সৈয়ামি খের এবং রেগিনা ক্যাসান্দ্রা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন থামান এস।