

সমুদ্র মানেই শুধু মাছ ধরা বা নীল জলরেখার সৌন্দর্য নয়—সমুদ্র লুকিয়ে রাখে হাজারো রহস্য, ভয়, আর বিপদের সম্ভাবনা। কখনও সে গল্প হয় রোমাঞ্চের, কখনও বা রুদ্ধশ্বাস আতঙ্কের। এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে, যেখানে মাছ ধরতে গিয়ে এক মৎস্যজীবী নিখোঁজ হয়ে যান। (Representative Image: AI Generated)