মাগুরার সেই শিশুটির মৃত্যুর খবরে তারকাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া | চ্যানেল আই অনলাইন

মাগুরার সেই শিশুটির মৃত্যুর খবরে তারকাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া | চ্যানেল আই অনলাইন

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের শিকার সেই ৮ বছর বয়সী কন্যা শিশুটি। তার মৃত্যুর খবরে রীতিমত উত্তাল ভার্চুয়াল মাধ্যম। সমাজমাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ে বিচার দাবি করছেন সকলে।

সাধারণ মানুষের পাশাপাশি ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছেন দেশের তারকারাও। অভিনয় ও সংগীত জগতের মানুষেরা ফেসবুকে লিখে জানাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সমাজ মাধ্যমে দেয়া তারকাদের পাব্লিক পোস্ট-এর কথা হুবুহু থাকলো চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য-

মাগুরার সেই শিশুটির ধর্ষকের বিচার চেয়ে নির্মাতা আশফাক নিপুণ লিখেন,“অমানবিক কষ্ট পেয়ে এক পৃথিবী অভিমান নিয়ে চলে গেল ছোট্ট শিশু আছিয়া। মরে গিয়ে হয়ত বেঁচে গেল সে আর প্রমাণ করে গেল আমরা সবাই আসলে মৃত।”

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র নির্মাতা মুহাম্মদ কাইউম লিখেন,“আছিয়া…আমার মায়ের নাম।”  নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন,“বাংলাদেশ তোমার ধর্ষিত বিচার ব্যবস্থার উপরে আমার একগাল থু থু নিও। ওপারে ভালো থাকিস মা, আর আমাদেরকে ক্ষমা করিস না কখনও।”

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশী লিখেন,“পৃথিবী সম্পর্কে এক জনমের তীব্র ঘৃণা নিয়ে অবশেষে বিদায় নিল কন‍্যা শিশু আছিয়া! মরে আছিয়া বেঁচে গেল, আর আমরা জীবিত কিন্তু আসলে কুৎসিত ভাবে মৃত, সেটা বলে গেল!”

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেন, ‘আছিয়ার মৃত্যু শুধু ই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন,“আছিয়াদের নিয়ে আর কিছুই বলবো না! শুধু ভাবুন আপনার সন্তানটার নাম আছিয়া। আছিয়ার আত্মার মাগফেরাত কামনা করি।”

সংগীতশিল্পী লুৎফর হাসান বলেন,“আছিয়াদের রক্ত লেগে থাকা এই দেশ কখনই ভালো থাকবে না।” মাগুরার সেই কন্যা শিশুটির মৃত্যু সংবাদটি শেয়ার করে নায়িকা তমা মির্জা লিখেছেন, শোনেন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে,আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না, দশ/বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না, ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সাথে সাথে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না।”

শিল্পী আহমেদ হাসান সানি জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তিনি লিখেছেন, “আছিয়া মারা গেলো আজ ১৩ই মার্চ। আজকের দিনে আমি আহমেদ হাসান সানি ঘোষণা করলাম বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং নারী শক্তির মূল্যায়নের স্বপক্ষে যারা কাজ করবেন আমি তাদের রাজনীতির সমর্থন করবো এবং আজীবন নারীর বিপক্ষে যেই শক্তি ই রাজনীতি করুক এর বিরোধিতা করে যাবো। আমরা হারবোনা, পরাজয় মানবোনা!”

শোক জানিয়ে জায়েদ খান লিখেন,“মারা গেছে আছিয়া। মহান আল্লাহ আছিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক, আমিন। ক্ষমা করো আছিয়া আমাদের।”

সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল প্রবর রীপন লিখেন,“আছিয়ার করুণ শবের মতো এই দেশ, হিম, করুণ, শীতল, প্রাণহীন, ফ্যাকাসে।”

‘কুঁড়েঘর’ ব্যান্ডের শিল্পী ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খান লিখেন,“আমার বোনটা বিচার দেখে যাইতে পারলো না!”

ছোটপর্দার তারকা অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’

Scroll to Top