এ নিয়ে প্রথম আলোর অনলাইনে গতকাল শনিবার সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। এ ঘটনায় আজ শওকত আলী বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। শওকত আলী বলেন, ‘আমার কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় আজ বেলা দেড়টার দিকে থানায় অভিযোগ দিয়ে এসেছি। ভিডিও ভাইরাল হওয়ার পর ওবায়দুলকে আর এলাকায় দেখা যাচ্ছে না।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি প্রথম আলোকে বলেন, টাকা আদায়ের ঘটনায় চাঁদাবাজির ধারায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ধরনের প্রতারণার ফাঁদে যেন কেউ না পড়েন, সে জন্য সবাইকে সতর্ক থাকতে ওসি অনুরোধ জানিয়েছেন।