ময়মনসিংহে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন

ময়মনসিংহে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন

ময়মনসিংহে মোমবাতি প্রজ্বলন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণ করছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ মাঠে এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচীর আয়োজন করা হয়। 

ময়মনসিংহে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন
ময়মনসিংহে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন


এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হাতে মোমবাতি প্রজ্বলন করে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। 

কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে। এসময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া সব অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গেে প্রতিবাদ অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ হন।

Scroll to Top