ময়মনসিংহ মেডিকেল থেকে ‘দালাল চক্রের’ ১৪ জন আটক – DesheBideshe

ময়মনসিংহ মেডিকেল থেকে ‘দালাল চক্রের’ ১৪ জন আটক – DesheBideshe


ময়মনসিংহ মেডিকেল থেকে ‘দালাল চক্রের’ ১৪ জন আটক – DesheBideshe

ময়মনসিংহ, ২২ এপ্রিল – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছে র‍্যাব-১৪-এর একটি দল। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, বহির্বিভাগসহ ওয়ার্ডগুলোতে টানা ২ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান চালানো হয়।

এ সময় আটককৃতদের দালাল হিসেবে প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। এ সময় সর্বনিম্ন ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০) এবং রোকসানা আক্তার (৩৫)। এ সময় তাদের সঙ্গে থাকা ১৪টি মোবাইল জব্দ করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি হাসপাতালে দালালদের উৎপাত বেড়েছে। এতে প্রতারণার মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হাসপাতাল থেকে রোগীদের বাইরের নিয়ে সর্বস্ব লুটে নেওয়াসহ চিকিৎসার নামে হয়রানির ঘটনা ঘটছে। এসব কারণে গত কিছুদিন আগে হাসপাতালে দালাল চক্রের উৎপাত রোধে জেলা প্রশাসনের কাছে অভিযান চেয়ে লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে র্যাব-১৪ এই অভিযান পরিচালনা করে।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অসহায় সাধারণ মানুষ যখন হাসপাতালে সেবা নিতে আসে তখন সেই সুযোগটি কাজে লাগিয়ে দালালচক্র নানাভাবে রোগী এবং তাদের স্বজনদের হয়রানি করে আসছিলেন।

হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ১০০০ শয্যার বিপরীতে এই হাসপাতালে রোগী ভর্তি থাকে সাড়ে ৩ থেকে ৪ হাজার। তাদের বেশিরভাগ সেবা নিতে এসে দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হন। মূলত রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই অভিযান করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ এপ্রিল ২০২৫



Scroll to Top