মন্ত্রিসভা থেকে বাদ পড়া ৪ জন সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন

মন্ত্রিসভা থেকে বাদ পড়া ৪ জন সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আফতাব উদ্দীন সরকার। নীলফামারী–১ আসনের এই সংসদ সদস্য এবারাই প্রথম কোনো সংসদীয় কমিটির সভাপতি হলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এইচ এম ইব্রাহীম। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাতীয় পার্টির মুজিবুল হক।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন দীপঙ্কর তালুকদার। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। নতুন মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আ স ম ফিরোজ। তিনি গত সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ছিলেন।

Scroll to Top