একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল না হতে পারলে, মানসিকতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করতে পারলে উন্নয়ন হবে কিন্তু উন্নতি হবে না বলে জানান হাঙ্গার প্রজেক্টের এদেশীয় পরিচালক ও বৈশ্বিক ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘আমরা সংকটের মধ্যে আছি। বিশ্বে ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও তা হচ্ছে। এটা বারুদের স্তূপ তৈরি করবে। কারণ, রাজনৈতিক অসহিষ্ণুতা, জাতিগত অসহিষ্ণুতা এবং ধর্মীয় অসহিষ্ণুতা মিলে বারুদের স্তূপ সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে দায়িত্ব পালন করতে হবে।’
সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতাসহ নানা বিষয়ে নিজেদের মতামতের পাশাপাশি প্রশ্নও করেন।
সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, আওয়ামী লীগকে বলা হয় তুলনামূলক প্রগতিশীল দল। কিন্তু তারা ১৫ বছর ক্ষমতায় থাকার পরও ধর্মান্ধতা বাড়ছে। এগুলো হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা না থাকার কারণে। এতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় উদার যারা, তারা পিছিয়ে যাচ্ছে। শিল্প–সংস্কৃতির জন্য রাষ্ট্রের কোনো মেগা প্রকল্প নেই। এর জন্য প্রগিতিশীলরা কোণঠাসা হয়ে যাচ্ছে।