মগবাজার হোটেলে ৩ মৃত্যু: রফিকুল ২ দিনের রিমান্ড | চ্যানেল আই অনলাইন

মগবাজার হোটেলে ৩ মৃত্যু: রফিকুল ২ দিনের রিমান্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকার মগবাজারে আবাসিক হোটেল থেকে এক সৌদি প্রবাসী ও তার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় তাদের স্বজন রফিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম।

আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই জালাল উদ্দিন। আসামির পক্ষে তার আইনজীবী মোহাম্মদ আলমগীর হোসেন রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালতের রমনা মডেল থানার সাধারণ নিবন্ধ কর্মকর্তা এসআই জিন্নাত আলী বলেন, শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চিকিৎসার জন্য ঢাকায় এসে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) নিহত প্রবাসী মনির হোসেনের বড় ভাই নুরুল আমিন মানিক বাদী হয়ে রমনা মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই ট্রিপল মার্ডারের ঘটনায় থানা পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, নিহতের বড় ভাই এজাহার দায়ের করেছেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু হয়েছে।

এজাহারে বলা হয়েছে, সম্পত্তি আত্মসাৎ করতে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা পূর্বপরিকল্পনা করে হোটেলে অবস্থানকালীন খাবারের সঙ্গে বিষ বা বিষজাতীয় পদার্থ মিশিয়ে অথবা অন্য কোনো উপায়ে মনির ও তার স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়েছে।

Scroll to Top