
মেট্রো কর্তৃপক্ষ দাবি করছে অতিরিক্ত বৃষ্টির কারণেই এই ফাটল। কিন্তু প্রশ্ন উঠছে, যদি নিয়মিত ‘হেলথ মনিটরিং’ চালু থাকত, যদি আগেভাগে ব্যবস্থা নেওয়া হত, তবে কি এমন হতো? মেট্রো সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে সমস্যা দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল পুজোর পর এই কাজে হাত দেওয়া যাবে। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বদলায় পরিস্থিতি। গঠনগত কারণে একের পর এক পিলারে ফাটল দেখা যায়। বসে গিয়ে প্ল্যাটফর্মের বেশ কিছু অংশ।