ভুটানের সঙ্গে ১-০তে এগিয়ে বিরতিতে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ভুটানের সঙ্গে ১-০তে এগিয়ে বিরতিতে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরুর আগেই আভাস মিলে তুমিল বৃষ্টির। মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টিও। বৃষ্টিস্নাত ম্যাচে টানা তৃতীয় জয়ের খোঁজে সফরকারীদের বিপক্ষে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজ দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ভুটানের বিপক্ষে বাংলাদেশের গোলরক্ষক থেকে শুরু করে অধিনায়ক সব পজিশনেই পরিবর্তন আনেন কোচ পিটার জেমস বাটলার। নেপালের বিপক্ষে জয় পাওয়া দল থেকে দল থেকে নয় পরিবর্তন নিয়ে একাদশ সাজান ইংলিশ কোচ।

এ ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন সুরমা জান্নাত। আসরের নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকে রাখা হয়েছে বিশ্রামে। আগের দুই ম্যাচে গোলরক্ষকের দারিত্ব পালন করা স্বর্ণা রাণী মন্ডলও আছেন বিশ্রামে। তার জায়গায় একাদশে এসেছেন মিলি আক্তার।

ভুটানের মেয়েদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। ধীরগতির মাঠে দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের জন্য শট নেন উমেলা। তবে ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজনের দারুণ সেভে রক্ষা পায় সফরকারীদের জাল। তবে লাল-সবুজদের সফলতা আসে সপ্তম মিনিটে।

বক্সের ভেতরে শ্রীমতি তৃষ্ণা রাণীর শট রুখে দেন ভুটানের গোলরক্ষক পেমা। তবে সেটি পুরোপুরি পরিষ্কার করতে না পাড়ায় বল চলে আসে শান্তি মার্দির কাছে। সেখানে খানিকটা উঁচিয়ে শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

(বিস্তারিত আসছে)

Scroll to Top