ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। আসরে যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হেড কোচ মাহবুবুর রহমান লিটু ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেছিলেন, দল ভালো করবে। আসর শুরুর আগেরদিনও একই বললেন তারা।
চার দলের প্রতিযোগিতা হবে ডাবল লিগ ভিত্তিতে। বাংলাদেশ প্রথম ম্যাচে বুধবার নামবে স্বাগতিক ভুটানের বিপক্ষে। শেষ ম্যাচ হবে ৩১ আগস্ট। লিগ ম্যাচ শেষে টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বললেন, ‘আমাদের টিম বেশিদিনের না। গত দেড়মাস ধরে আমরা অনুশীলন করছি। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার চেষ্টা করব। এটা আমাদের শেখার জায়গা, সুতরাং প্রত্যেক ম্যাচ থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব এবং পরবর্তী ম্যাচে ভালো কিছু করার চেষ্টা থাকবে।’
দলের প্রধান কোচ মাহবুবুর রহমান লিটু বললেন, ‘জানেন অনূর্ধ্ব-১৫/১৭ হল উন্নতির জায়গা। এটার সময় ছয় মাস হলে ভালো হয়। এটা আমাদের শেখার পদ্ধতি, সুতরাং এখান থেকে মেয়েরা শিখবে। বাংলাদেশের মেয়েদের দল দিন দিন উন্নতি করছে।’