ভারতের সুনীল ছেত্রী কি মেসি–রোনালদোকেও পেছনে ফেলেছেন

ভারতের সুনীল ছেত্রী কি মেসি–রোনালদোকেও পেছনে ফেলেছেন

ছেত্রী গত ১৭ বছর ধরে ভারতীয় ফুটবল দলের জার্সিতে খেলে যাচ্ছেন। ভারতকে একাধিকবার এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে নিয়েছেন। ভারতীয় ফুটবলের অবস্থান বিচারে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলাটা বড় অর্জন। এশিয়ার বেশ কয়েকটি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভারত জয় পেয়েছে। জাতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রী গোল করেছেন সিরিয়া, লেবানন, ভিয়েতনাম, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ক্যামেরুন, ফিলিস্তিন, ওমান, পুয়ের্তো রিকো, কেনিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, উত্তর কোরিয়া, কুরাসাও, কিরগিজস্তান, ফিলিপাইন, তাজিকিস্তান, হংকং, ভানুয়াতু, কুয়েতের মতো দেশগুলোর বিপক্ষে। সাফ অঞ্চলের বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটানের মতো দেশগুলোর বিপক্ষে তো গোল করেছেনই। ভারতের জার্সিতে হ্যাটট্রিক করেছেন ৪টি—তাজিকিস্তান, ভিয়েতনাম, চীনা তাইপে ও পাকিস্তানের বিপক্ষে।

Scroll to Top