জাভি হার্নান্দেজের ভারত জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবেদন করার বিষয়টি ব্যাপক আলোচনায়। খবর বেরিয়েছিল, ভারত ফুটবল ফেডারেশন সাবেক বার্সা কোচের আবেদন প্রত্যাখান করেছিল। এবার সর্বভারতীয় ভারত ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, সাবেক স্পেন মিডফিল্ডার কোনো আবেদন করেননি। ভুয়া মেইলে তার নামে আবেদনটি করা হয়েছিল।
এআইএফএফ জানিয়েছে, জাভির কাছ থেকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য একটি ইমেল পেয়েছে তারা। আবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। পরে নিশ্চিত হয়ে দেখা গেছে আবেদনগুলো আসল ছিল না।
এর আগে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাও মেইলে আবেদন করেছিলেন বলে খবর এসেছিল। পরবর্তীতে জানা যায়, সেটিও ভুয়া তথ্য ছিল।
বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের জাতীয় দলের পরিচালক ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আবেদনকারীদের তালিকায় জাভির নাম ছিল। তবে স্পেনিয়ার্ড কিংবদন্তির আবেদন নাকচ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। কারণ তাকে কোচ হিসেবে পাওয়া তাদের জন্য ব্যয়বহুল। সেজন্য তাকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি।
এআইএফএফ টেকনিক্যাল কমিটি জানিয়েছে, তারা ১৭০টি আবেদন পর্যালোচনা করেছে, প্রাথমিকভাবে তালিকাটি ১০টি সংকুচিত করে তিনজন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সময় একটি অ্যাপয়েন্টমেন্টের পরিকল্পনা করেছে এআইএফএফ। প্রাথমিকভাবে বাছাই করা ভারতের কোচের তালিকায় যেই তিনজনের নাম এসেছে তারা হলেন- খালিদ জামিল, দুবারের সাবেক ভারতের কোচ স্টেফেন কন্সটান্টিন ও স্লোভাকিয়ান কোচ স্টেফেন তারাকোভিচ।