ভারতের তেলেঙ্গানার সাংগারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।
আজ (১ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্যে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে।
এই বিস্ফোরণকে রাজ্যের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে ২৭ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু শ্রমিক আকাশে ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে যান। বিস্ফোরণের শব্দ পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। কারখানাটির তিনতলা ভবন ধসে পড়ে যায়। বিস্ফোরণটি মূলত মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ উৎপাদন ইউনিটের ড্রায়ার সিস্টেমে ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এই ভয়াবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অধিকাংশই অভিবাসী শ্রমিক, যারা বিহার, উত্তর প্রদেশ এবং ওডিশা থেকে এসেছিলেন কাজের সন্ধানে। বিস্ফোরণের সময় কারখানাটিতে মোট ১০৮ জন শ্রমিক কাজ করছিলেন। দগ্ধ ও ছিন্নভিন্ন দেহগুলোর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।