‘ভারতকে না হারালে নিজের নাম বদলে ফেলব’, পাকিস্তানের বিরাট ব্যক্তির ‘চ্যালেঞ্জ’

‘ভারতকে না হারালে নিজের নাম বদলে ফেলব’, পাকিস্তানের বিরাট ব্যক্তির ‘চ্যালেঞ্জ’

Last Updated:

India vs Pakistan- শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন, ভারতকে হারাতে না পারলে নিজের নাম বদলে ফেলব। শাহবাজ শরিফ বলেছেন অবশ্য অন্য প্রসঙ্গে। তিনি আজকের ক্রিকেট ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করেননি।

News18‘ভারতকে না হারালে নিজের নাম বদলে ফেলব’, পাকিস্তানের বিরাট ব্যক্তির ‘চ্যালেঞ্জ’
News18

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ আজ। এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকে গোটা ক্রিকেটবিশ্বে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে এই ক্রিকেটীয় লড়াই দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন বহু মানুষ।

আসলে আইসিসি-র মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ হয় খুবই কম। ফলে যে কটা ম্যাচ হয় তা উপভোগ করার সুযোগ ছাড়তে চান না ক্রিকেটপ্রেমীরা। আজ সেই দিন। তবে মাঠের বাইরেও খেলা জমে উঠেছে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুই দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের বাকযুদ্ধ বহুপুরনো বিষয়। এবারও লড়াই জমেছে মাঠের বাইরেও।

আরও পড়ুন- দুবাই ‘যুদ্ধ’ জিততে কোন ১১ জনকে নামাচ্ছে ভারত ও পাকিস্তান? দুই দলেই একাধিক বদল!

শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন, ভারতকে হারাতে না পারলে নিজের নাম বদলে ফেলব। শাহবাজ শরিফ বলেছেন অবশ্য অন্য প্রসঙ্গে। তিনি আজকের ক্রিকেট ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবুও ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাঁর এমন মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

গত কয়েক বছর ধরে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি একেবারেই ভাল নয়। মূল্যবৃদ্ধিতে জেরবার গোটা দেশ। দেশের অর্থনৈতিক উন্নয়নের নাম-গন্ধ নেই। এরই মধ্যে শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শরিফ। তখনই তাঁর একটি বক্তব্য ভাইরাল হয়। পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘ঈশ্বর চাইলে আমরা কঠিন পরিশ্রম করব। আমরা দিন-রাত এক করে পরিশ্রম করব। এমন একটা দিন আসবে যখন আমরা ভারতকে পিছনে ফেলে দেব। সেটা যদি না পারি তা হলে আমার নাম শাহবাজ শরিফ নয়।’’

আরও পড়ুন- ভারত-পাকিস্তান ম্যাচের বড় আপডেট, এই তথ্য চাপ বাড়াবে ভারতীয় ফ্যানেদের!

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘একটা দিন আমরা পাকিস্তানকে দারুণ জায়গায় পৌঁছে দেব। আমরা ভারতের থেকেও অনেক এগিয়ে যাব। আর সেই দিন আসতে দেরি নেই।’’

বাংলা খবর/ খবর/খেলা/

‘ভারতকে না হারালে নিজের নাম বদলে ফেলব’, পাকিস্তানের বিরাট ব্যক্তির ‘চ্যালেঞ্জ’

Next Article

IND vs PAK: টানা ১২ ম্যাচে টস হারলেন রোহিত! প্রথমে ব্যাটিং পাকিস্তানের, দলে একটি পরিবর্তন

Scroll to Top