বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের পাশের দেশে ভারতে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। সেখান থেকে হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।’
রোববার (৩ আগস্ট) ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় সমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে। যে কারণে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না। শপথ নিতে হবে কারো কাছে কোনদিন মাথা নত করবো না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবো।