ভাইকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ! একজন বাড়ি ফিরল হঠাৎ, অপরজনের কী হল?

ভাইকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ! একজন বাড়ি ফিরল হঠাৎ, অপরজনের কী হল?

Last Updated:

বাড়ি থেকে ভাইকে খুঁজতে বেরিয়ে নিজেই নিখোঁজ যুবক। আজব ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রাম জেলার বিনপুর।

বিনপুর থানা।ভাইকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ! একজন বাড়ি ফিরল হঠাৎ, অপরজনের কী হল?
বিনপুর থানা।

বিনপুর, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী : বাড়ি থেকে ভাইকে খুঁজতে বেরিয়ে নিজেই নিখোঁজ যুবক। আজব ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রাম জেলার বিনপুর। শুনেছেন কখনও যে অপরকে খুঁজতে গিয়ে নিজে নিজেই নিখোঁজ। অবশেষে পুলিশের সহযোগিতায় চারদিন পর নিখোঁজ কিশোররা ফিরল ঘরে। ভাইকে খুঁজতে গিয়েছিলেন এক কিশোর। সেখানে এক বন্ধুর পাল্লায় সে জেরক্সের দোকানে যায়। সেখান থেকে তাঁরা সাইকেলে করে যায় ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে সোজা ট্রেনে চেপে পাড়ি দেয় হাওড়া।

হাওড়া পৌঁছতেই ওই দুই কিশোরকে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। টিকিট পরীক্ষক তাদের আটক করেন। টিকিট পরীক্ষককে দেখে তাদের মধ্যে একজন পালিয়ে যায়। অপর কিশোরকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন, যে তার বাড়ি বিনপুরে। এরপর টিকিট পরীক্ষক তাদের টিকিট দিয়ে তার গন্তব্যে অর্থাৎ ঝাড়গ্রামে যেতে বলেন। সে ফের ভুল ট্রেনে চেপে আরামবাগের দিকে চলে যায়।

এরপরেই ওই অফিসার তাকে নিকটবর্তী আরামবাগ আরপিএফ এর হাতে তুলে দেন। সেখান থেকে যোগাযোগ করে বিনপুর থানা। পরে বিনপুর থানার পুলিশের তত্ত্বাবধানে ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় আরামবাগ থানায়। এখানে গিয়ে পরিবার তাকে উদ্ধার করে আনেন। অপর কিশোর নিজেই বাড়িতে ফিরে আসে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রামকৃষ্ণের বাবা শ্যামল মাহাত বলেন, পুলিশ সহযোগিতা না করলে আমাদের ছেলে বাড়িতে ফিরত না। ও যেদিন হারিয়েছিল সেদিনই আমরা নিখোঁজের অভিযোগ দিয়েছিলাম। জেলা পুলিশের কর্মকাণ্ডে ফের একবার মানবিক মুখ ফুটে উঠল ঝাড়গ্রামে।

Scroll to Top