Last Updated:
তীব্র গরমে প্রখর রৌদ্রে গরম পিচ রাস্তায় ১২ নম্বর জাতীয় সড়কে সকাল থেকেই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক!

উদ্ধার করার পরেও এক মনে প্রার্থনা করে চলেছে যুবক
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: তীব্র গরমে প্রখর রৌদ্রে গরম পিচ রাস্তায় ১২ নম্বর জাতীয় সড়কে সকাল থেকেই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক! এলাকাবাসীর সচেতনতায় ট্রাফিক পুলিশের উদ্যোগে অবশেষে ফিরল বাড়িতে।
এদিন সকাল সাতটা থেকেই মানসিক ভারসাম্যহীন এক যুবককে ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যায় নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়ক শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন সিগন্যাল মোড়ের কাছে। পরবর্তীতে শান্তিপুর ট্রাফিক ওসি দীপক সিকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিজেই তত্ত্বাবধান করেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই মানসিক ভারসাম্যহীন যুবকের নাম জিৎ বিশ্বাস, বাবার নাম বিধান বিশ্বাস, বাড়ি নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের ষষ্টিতলা পাড়া এলাকায়।
এরপর সকলে মিলে স্থানীয় এই মানসিক ভারসাম্যহীন যুবককে দেখে উদ্ধার করে ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাফিক পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর চালিয়ে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে। তবে পরিবার সেইভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করায় ওই যুবককে বাড়িতে ফিরিয়ে দিতে বেশ খানিকটা সময় লেগে যায়। তবে এই সমস্ত ঘটনায় সামাজিক মাধ্যমে আগে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা উচিত বলেই বার্তা দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 18, 2025 6:56 PM IST