ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়। এতে ডাউনলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ এবং ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার ঢাকা থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হলে ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিকল্প লাইনে আপলাইন দিয়ে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে রাত প্রায় ৮টার দিকে ডাউন লাইন থেকে দুর্ঘটনা কবলিত বগিটি অপসারণ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Scroll to Top