ব্যাটিং তান্ডব চালিয়ে সাকিবের ফিফটি, আজও হয়েছেন ম্যাচ সেরা

ব্যাটিং তান্ডব চালিয়ে সাকিবের ফিফটি, আজও হয়েছেন ম্যাচ সেরা
ব্যাটিং তান্ডব চালিয়ে সাকিবের ফিফটি, আজও হয়েছেন ম্যাচ সেরা

সিপিএলে সাকিব যেন রীতিমতো উড়ছেন। টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন বাংলাদেশের সুপারস্টার। সাকিবের আলো ছড়ানোর দিনে গায়ানা অ্যামাজন পেল ৫ উইকেটের জয়। নিশ্চিত হয়ে গেল প্লে-অফের টিকিট।

সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচে বোলিংয়ে নেন ৩টি উইকেট, দলে সবচেয়ে সফল বোলার ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫। স্বাভাবিকভাবেই সাকিব আল হাসানের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার

আজ বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ব্যাটিং আরও ভালো করেছেন সাকিব। ১৭৬.৬৬ স্ট্রাইক রেটে ৩০ বলে খেলেন ৫৩ রানের ইনিংস। বোলিংয়ে মাত্র ২.৩ ওভার করতেই অলআউট হয়ে যায় বার্বাডোস। সাকিব ১২ রান খরচায় তুলে নেন ১টি উইকেট।

সাকিব দলে ফিরতেই গায়ানার টানা চার জয়! আর সাকিবের হাতে টানা দুই ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার।

আগে ব্যাট করে নির্ধারিত ওভারের আগেই বার্বাডোস রয়্যালস গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জেসন হোল্ডার। পাক ব্যাটার আজম খান ব্যক্তিগত ২০ রানে পড়েন রান-আউটে কাটা। এরপর সাকিবের বলে ক্যাচ তুলে বিদায় নেন মুজিব উর রহমান।

গায়ানার হয়ে বল হাতে সাকিব ছাড়াও রোমারিও শেফার্ড ৩টি, কেমো পল ২টি, ওডিয়ান স্মিথ ২টি ও ইমরান তাহির নেন এক উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই নেই গায়ানার ওপেনার চন্দরপল হেমরাজের উইকেট। আগের ম্যাচের টপ ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ এদিন ফিরেন ২৫ বলে ২২ করে। শাই হোপের ব্যাট থেকে আসে ১৬ রান।

চার নম্বরে ব্যাট হাতে উইকেটে আসেন সাকিব। এদিন শুরু থেকেই সাকিব মারমুখী। ইনিংসের ৯তম ওভারে রেমন সিমন্ডসকে ২৩ রান খরচ করান সাকিব। পরের ওভারে হোল্ডারকে ছক্কা হাঁকিয়ে সাকিব পূর্ণ করেন ফিফটি; মাত্র ২৭ বল খেলে।

ফিফটির পর অবশ্য সাকিবের ইনিংস বেশি পথ এগোয়নি। ব্যক্তিগত ৫৩ রানে ওভেদ ম্যাককয়কে লেগে বড় শট খেলতে যেতে হয়েছেন ক্যাচ আউট। ৩০ বলে ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে সাজানো সাকিবের এই ইনিংস। সাকিব ফিরে গেলেও গায়ানার জয় পেতে কোন সমস্যাই হয়নি। ৩৩ বল হাতে রেখেই তারা নিশ্চিত করে ৫ উইকেটের বড় জয়।

সংক্ষিপ্ত স্কোর:

বার্বাডোস রয়্যালস: ১২৫/১০ (১৭.৩ ওভার) কর্নওয়াল ২, মায়ের্স ০, টেক্টর ৫, আজম ২০, হোল্ডার ৪২, মুজিব ১৫; শেফার্ড ৩/১৪, কেমো ২/৯, স্মিথ ২/৪২, সাকিব ১/১২, তাহির ১/৩১

গায়ানা অ্যামাজন: ১২৬/৫ (১৪.৩ ওভার) গুরবাজ ২২, হেমরাজ ০, হোপ ১৬, সাকিব ৫৩, হেটমায়ের ১০, পল ১২*; ম্যাককয় ২/২২, হোল্ডার ১/২২, মুজিব ১/২৪, মায়ের্স ১/২০

ফলাফল: গায়ানা অ্যামাজন ৫ উইকেটে জয়ী

ন্যাচ সেরা: সাকিব আল হাসান (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স)।

Scroll to Top