লামিমা লাম : নতুন কোনো কাজে যুক্ত হওয়ার আগে চিত্রনাট্য ভালো করে পড়া হয়। চরিত্রটা কেমন হতে পারে, সেটা নিয়ে নিজের ভেতরে একটা কল্পনার জগৎ তৈরি করি। যাতে আগের কোনো চরিত্রের পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে আমি ভীষণ সচেতন। চরিত্রটির ভাষা, আচরণ, অভিব্যক্তি—সবকিছুই শুটিংয়ে যাওয়ার আগে নিজের মধ্যে গেঁথে রাখি। হয়তো সব সময় শতভাগ নিখুঁত হতে পারি না, কিন্তু চরিত্রটা যেন প্রাণ পায়, সে জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।
প্রথম আলো :
অভিনয়ের বাইরে অবসরে কী করেন?
লামিমা লাম : গান শুনি, বিদেশের সিনেমা-সিরিজ দেখি, দেশের অন্যদের কাজও দেখা হয়। যখন কাজ কম থাকে, তখন সহকর্মী থেকে অগ্রজদের কাজ দেখি। এক্সপ্রেশন কেমন হবে, কীভাবে সংলাপ বলতে হবে, শেখার চেষ্টা করি। আমি তো কোনো রিয়েলিটি শো থেকে আসিনি, আবার মঞ্চের ব্যাকগ্রাউন্ড নেই, তাই অন্যের কাজ দেখেই শিখছি। সময় পেলে ঘোরাফেরা করি। নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে।