বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষা দিলেন আলিস | চ্যানেল আই অনলাইন

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, পরীক্ষা দিলেন আলিস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চিটাগং কিংসের হয়ে দারুণ করছেন আলিস আল ইসলাম। এপর্যন্ত ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। তবে রহস্য স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিতে হল তাকে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। সবকিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল পরীক্ষার ফলাফল জানা যাবে। বিসিবির আম্পায়ার্স কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ৩ ওভার বল করেছিলেন আলিস। কোনো উইকেট পাননি। সেদিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেননি। গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলেছেন। সেদিনই জানা যায়, বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিলেন ২৮ বর্ষী স্পিনার।

আলিসের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বলেছিলেন, ‘আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবেদন জমা হয়েছে। আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারি সেটি জানিয়েছেন। আমরা বিসিবির সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছি। সেখানেই পরবর্তী প্রক্রিয়া চলবে।’

GOVT

বোলিং নিয়ে আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আলিস। ২০১৯ সালে বিপিএল অভিষেকের আসরে বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠে তার। পরীক্ষা দেয়ার আগে চোট পেয়ে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন।

Scroll to Top