বোলার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

বোলার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কোহলি
বোলার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

সাকিব আল হাসান’কে নিয়ে প্রশংসাসূচক কথা আপনি অনেক শুনবেন। ভিরাট কোহলিও হয়তো বিভিন্ন সময় সাকিবকে নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন। সাকিবের ক্রিকেটীয়-জ্ঞান; এটা নিয়ে তো অনেক বাক্য কানে এসেছে। টিভি চ্যানেল ‘স্টার স্পোর্টস’ আজ এক ভিডিও প্রকাশ করেছে। যেখানে সাকিব আল হাসান’কে নিয়ে ভিরাট কোহলি’র মন্তব্য পাওয়া যায়। আরেকটু নতুন আর আরেকটু সাবলীল।

কোহলির অভিষেক হয়েছে ২০০৮ সালে। সাকিবের সেখানে ২০০৬। আন্তর্জাতিক ক্রিকেটে দুজনেই পেরিয়েছেন লম্বা সময়। দুই ক্রিকেটার দুই দেশের হলেও, বিভিন্ন সময় একে-অন্যের প্রতিপক্ষ হয়েছেন। সতীর্থ হয়তো হননি কখনো। আর প্রতিপক্ষ হয়েছেন বলেই, একজন অন্যজনকে কিছুটা হলেও জানেন, বুঝতে পারেন। সাকিব নিজেও বারবার কোহলির ফিটনেস ও ডেডিকেশনে মুগ্ধ হয়েছেন।

আজ ‘স্টার স্পোর্টস’ এর ভিডিও বার্তায় সাকিব’কে নিয়ে কোহলি বললেন,

“সাকিব অনেক অভিজ্ঞ। আমি ওর বিপক্ষে অনেক খেলেছি। ওর বলের ওপর নিয়ন্ত্রণ দারুণ। বোলিংয়ে গতির বৈচিত্র্য রয়েছে। কখনো হাই আর্ম অ্যাকশনে বল করে, কখনো সাইড আর্ম অ্যাকশনে বল করে। নতুন বলে খুব দারুণ বোলিং করে। ব্যাটারকে ধোকা দিতে পটু, ইকোনমিকাল বোলিং করতে পারে।”

মূলত সাকিবের বোলিং নিয়েই নিজের অভিজ্ঞতা জানিয়েছেন কোহলি। সাকিব তো নিজেও স্বীকার করেন, বোলিং-টা তাঁর সহজাত। সেই সহজাত বিষয়ে তিনি আসলেই ‘পটু’, যার প্রমাণ বারবার মাঠে দিয়েছেন। মাথা খাঁটিয়ে বল ছোঁড়ায় বেশ পারদর্শী বাংলাদেশি অধিনায়ক।

চলমান বাংলাদেশ-ভারত ম্যাচে একপ্রান্তে উইকেট পতনের যে ঝোঁক, সেখান থেকে সাকিব আজ ব্যাটিংয়ে দায়িত্ব নিয়েছেন। এখন পর্যন্ত ৬১ বল খেলে ৪৪ রানে আছেন অপরাজিত। সাথে তাঁকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয়।

Scroll to Top