ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠকের আগেই তাকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ (১৮ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় সঙ্গে সঙ্গেই বন্ধ করতে পারেন, অথবা তিনি লড়াই চালিয়ে যেতে পারেন। এটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত।
তিনি আরও লেখেন, মনে করুন যুদ্ধটা শুরু হলো কীভাবে—ওবামার সময়, কোনও গুলি না ছুঁড়েই ক্রিমিয়া চলে গেল রাশিয়ার হাতে। আর ইউক্রেনের ন্যাটোতে যোগদানের কোনও প্রশ্নই ওঠে না। কিছু বিষয় কখনো বদলায় না।
উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এই বৈঠকে অংশ নিচ্ছেন ইউরোপের একাধিক গুরুত্বপূর্ণ নেতা, যার মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে।
এর আগে গত শুক্রবার, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় এক দীর্ঘ বৈঠকে বসেন ট্রাম্প। প্রায় তিন ঘণ্টার আলোচনার পর কোনও যুদ্ধবিরতির ঘোষণা না এলেও ট্রাম্প বৈঠককে ‘গঠনমূলক’ আখ্যা দেন।