বেড়েই চলেছে মাছ ও মাংসের দাম। স্বস্তি নেই সবজির বাজারেও। বাজারে যেনো চৈত্রের দাবদাহ শুরু হয়েছে। তবে বাজারে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে আলু ও টমেটোর দাম। এ ছাড়া অন্যান্য শীতকালীন সবজির দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। কিছুটা কম দামে কিনতে ক্রেতারা ছুটছেন এই দোকান থেকে ঐ দোকানে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা হাসিব মাহমুদ বাজার করতে এসে হিসাব মিলাতে হিমসিম খাচ্ছে বলে জানায় বার্তা ২৪.কম এর এই প্রতিবদকের কাছে। তিনি জানান, সপ্তাহে দেড় থেকে দুই হাজার টাকা নিয়ে এসেও মন মতো বাজার করতে পারিনা। মাত্র পাঁচ সদস্যর সংসারে এই টাকার বাজার এখন কিছুই মনে হয় না।
ব্যবসায়ীরা বলছেন, শীতের শেষ সময়ে বাজারের চাহিদা অনুযায়ী সবজির জোগান কম, গাড়ি ভাড়া বেশি হওয়ায় দাম বাড়ছে সব রকমের সবজির। তবে টমেটো আর আলুর দাম কমেছে।
রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৮০টাকা, ফুলকপি ৪০-৫০টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, কয়েক জাতের শিম ৯০-১০০ টাকা, কাঁচা-পাঁকা টমেটো ৪০-৬০, পেঁপে ৪০-৫০ টাকা, করলা/উস্তা ৮০-১০০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, বিভিন্ন সাইজের লাউ ১০০-১৪০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ এই সবজি গত সপ্তাহেও বিক্রি হয়েছিল কিছুটা কম দামে।

এছাড়া শীতকালীন বিভিন্ন জাতের শাকের দামও বেড়েছে। সরিষা শাক, ডাটা শাক, পালং শাক বিক্রি হচ্ছে ১০-৩০ টাকা আঁটি। আর লাউ শাক, লাল শাক বিক্রি হচ্ছে ১৫ টাকা থেকে ৫০ টাকায়।
তবে আলুর দাম আগের চেয়ে কমে কেজি ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আদা প্রতিকেজি- ২০০-২২০,পেঁয়াজের কেজি-১২০ টাকা, রসুন প্রকারভেদে-১৬০-২০০ টাকা কেজি।
এদিকে সরকার নির্ধারিত গরুর মাংস প্রতিকেজি ৬৫০ টাকা দরে বিক্রি করার কথা থাকলেও ব্যবসায়ীরা হাটের জোগান কম থাকার অজুহাতে ৭৫০টাকায় বিক্রি করছে। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১১৫০ টাকা কেজি, ভেড়া ১০০০ কেজি, ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা কেজি, লাল লেয়ার মুরগি ২৮৫ কেজি,পাকিস্তানি জাতের সোনালি ২৮০-২৯০ টাকা কেজি, দেশি মুরগি প্রতিকেজি ৫৪০ টাকা, হাঁস ৪২০ টাকা কেজি বিক্রি করছেন ব্যবসায়ীরা।
দেশি জাতের টেঙরা মাছ ১০০০ টাকা কেজি, মেনি মাছ কেজিপ্রতি ৮০০ টাকা, পাবদা ৮০০ টাকা কেজি, শিং মাগুর ১২০০ টাকা কেজি, চিতল ৬০০ টাকা কেজি, নদীর রুই ৬০০ টাকা কেজি, নদীর পাঙ্গাস কেজিপ্রতি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর চাষের টাটকিনি মাছ ৬০০ টাকা কেজি, চিংড়ি ৯০০ টাকা কেজি, কৈ ১৫০০ টাকা কেজি, বড় চিংড়ি ৮০০ টাকা কেজি, রুই ৩৮০-৪০০ টাকা কেজি।