বুন্দেসলিগায় সংঘর্ষে দুই খেলোয়াড় হাসপাতালে | চ্যানেল আই অনলাইন

বুন্দেসলিগায় সংঘর্ষে দুই খেলোয়াড় হাসপাতালে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বুন্দেসলিগায় শুক্রবার ম্যাচ ছিল হাইডেনহাইম ও ভিএফএল বচুমের। এ ম্যাচে দুই খেলোয়াড় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাইডেনহাইম গোলকিপার কেভিন মুলার এবং বচুম ফরোয়ার্ড ফিলিপ হফম্যান হাসপাতালে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। অবনমন হবে বচুমের, শঙ্কায় আছে হেইডেনহাইমও।

শনিবার বুন্দেসলিগার দল হাইডেনহাইম জানিয়েছেন, বোচুমের ইব্রাহিমা সিসোকোর সাথে সংঘর্ষে অজ্ঞান হয়ে যাওয়ার পর মুলারের মস্তিষ্কে আঘাত লাগে। মাঠে দীর্ঘ সময় ধরে চিকিৎসার পর মুলারকে স্ট্রেচারে করে মাঠে নিয়ে যাওয়া হয়।

হাইডেনহাইমের মারভিন পিয়েরিংগারের সাথে সংঘর্ষের পর ফরোয়ার্ড হফম্যানের পাঁজর ভেঙে যায় এবং ফুসফুস বেশ আঘাত লাগে। বচুম এ সংঘর্ষকে বলেছে, ‘জীবন নেয়ার মত শঙ্কার।’

‘স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা, তাৎক্ষণিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য হফম্যান ঋণী যে এর চেয়ে গুরুতর কিছু ঘটেনি’ ক্লাবটি তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে। ‘খেলোয়াড়ের ফুসফুসের কার্যকারিতা কেবল তার বুকের তরল নিষ্কাশনের জন্য একটি ছোট প্রক্রিয়ার পরে পুনরুদ্ধার করা হয়েছিল।’

হফম্যান মৌসুমের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না। হেইডেনহাইমের মুলার কবে মাঠে ফিরতে পারবে সেটাও জানা যায়নি। গোল শুন্য ড্রয়ের ওই ম্যাচের তলানিতেই থেকেছে বচুম।

Scroll to Top