বিশৃঙ্খলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রশিবির

বিশৃঙ্খলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রশিবির

আধিপত্য বিস্তারের চেষ্টায় অস্ত্রবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ স্টাইলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়ী করেছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম এমন কথা বলেন।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা এবং দেশজুড়ে কিশোর গ্যাং তৎপরতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নীরবতার কারণে সরকারের কঠোর সমালোচনা করে ছাত্রশিবির। এর দায়ভার নিয়ে জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা অথবা সরকারের পদত্যাগের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

Scroll to Top