Last Updated:
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহ পর মামলার শুনানি।

আর মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল নন, রাজ্যের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চূড়ান্ত করবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি, নির্দেশ বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের।
২০২৪ সালের ৮ জুলাই সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়ে জানিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি প্রার্থীদের পৃথকভাবে বিচার করবে। এবং তারপর মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। মুখ্যমন্ত্রী সেই তালিকা বিচার করে তাঁর অর্ডার অফ প্রেফারেন্স পাঠাবেন রাজ্যপালের কাছে। ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সেই তালিকায় ১৫টি বিশ্ববিদ্যালয়কে উপাচার্য সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। আজ শুনানির পর তাই সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত- বিচারপতি ইউইউ ললিতের বেন্চই দু’পক্ষের বক্তব্যকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে উপাচার্যের অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করবেন। যত দ্রুত সম্ভব সেটা করতে বলা হয়েছে বিচারপতি ললিতকে। শুধু দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে আজ নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহ পর মামলার শুনানি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 01, 2025 7:21 PM IST