বিমান বিধ্বস্ত: শোকবার্তায় যা লিখলেন তামিম-মাশরাফী-তাসকিনরা | চ্যানেল আই অনলাইন

বিমান বিধ্বস্ত: শোকবার্তায় যা লিখলেন তামিম-মাশরাফী-তাসকিনরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। ভয়াবহ দুর্ঘটনায় ব্যথিত ক্রীড়াঙ্গন। শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন ক্রীড়া বোর্ড ও ফেডারেশনসহ খেলোয়াড়রা।

সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় ১৯ জন নিহতের কথা নিশ্চিত করেছে প্রশাসন কর্তৃপক্ষ। আহত কমপক্ষে দেড়শ পেরিয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ। অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হচ্ছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানায় বোর্ডগুলো।

বিসিবি শোকবার্তায় লিখেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি বিসিবি গভীর সমবেদনা জানাচ্ছে। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’

বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা এবং সংহতি প্রকাশ করছি।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশন লিখেছে, ‘মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় যেসকল অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও ব্যথিত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি।’

শোক জানিয়েছেন জাতীয় দলের দুই তারকা সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ঘটনায় শোকাহত।

তামিম লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাঁপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।

মাশরাফী লিখেছেন, ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই- হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’

লিটন দাস লিখেছেন, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি শান্তি, আরোগ্য এবং শক্তি কামনা করি।’

মিরাজ লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য দোয়া।’

তাসকিন আহমেদ লিখেছেন, ‘হে মহান আল্লাহ, উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’

শোক প্রকাশের পাশাপাশি দোয়া চেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, জাকের আলি অনিক। ইমন লিখেছেন, মাইলস্টোনের জন্য দোয়া করুন, আল্লাহ!

জাকের লিখেছেন, হৃদয়বিদারক, আল্লাহ সবাইকে রক্ষা করুণ।

তানজিদ তামিম লিখেছেন, হৃদয়বিদারক, আল্লাহ আমাদের সাথে আছেন। মাইলস্টোনের জন্য দোয়া করুন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মোরসালিন আহমেদ ও গোলরক্ষক মিতুল মারমা শোক জানিয়েছেন। মোরসালিন লিখেছেন, ‘মাইলস্টোন কলেজে থেকে হৃদয়বিদারক সংবাদ। আমাদের দোয়া ক্ষতিগ্রস্ত সবার জন্য।’

মিতুল লিখেছেন, ‘এমন দিন যেনো আমাদের আর দেখতে না হয়। সকালবেলা কতো পরিপাটি করে বাবা-মায়েরা বাচ্চাগুলোকে স্কুলে পাঠালেন। কয়েক ঘণ্টা পরেই এমন দুর্ঘটনা! বাংলাদেশের ইতিহাসে একটা শোকাবহ দিন হয়ে থাকবে। কতো সুন্দর শুরু হওয়া দিন কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বাচ্চাগুলোর কথা ভাবতেই মনটা ভারী হয়ে উঠছে। যারা আশেপাশে আছেন, বার্ণ ইউনিটগুলোসহ, যেখানে আহতদের নেয়া হচ্ছে সেসকল হাসপাতালগুলোর খোঁজখবর রাখবেন দয়া করে। প্রচুর ব্লাড লাগবে অনেকের৷ মানুষের জন্য এগিয়ে আসার সুযোগ সবসময় আসে না৷ সৃষ্টিকর্তা আমাদের ঐক্যবদ্ধভাবে এই শোক এবং এই দুর্যোগ কাটিয়ে উঠতে সাহায্য করুন।’

Scroll to Top