বিপৎসীমার কাছে কাপ্তাইয়ের পানি, খুলছে ১৬ জলকপাট | চ্যানেল আই অনলাইন

বিপৎসীমার কাছে কাপ্তাইয়ের পানি, খুলছে ১৬ জলকপাট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। পরিস্থিতি বিবেচনায় আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, আজ (৪ আগস্ট) সোমবার বিকেলে জলকপাট খুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা থাকবে।

তিনি আরও জানান, সোমবার সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৭ দশমিক ৪৯ ফুট (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট হলেও নিরাপত্তার স্বার্থে ১০৭ ফুট অতিক্রম করলেই সেটিকে বিপৎসীমা হিসেবে ধরা হয়। বর্তমানে পানির উচ্চতা সেই সীমার কাছাকাছি পৌঁছেছে।

মাহমুদ হাসান জানান, পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটই সচল রয়েছে এবং প্রতিদিন গড়ে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর ফলে আরও ৩২ হাজার কিউসেক পানি লেক থেকে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি আরও বেড়ে গেলে ধাপে ধাপে জলকপাট খোলার মাত্রা বাড়ানো হবে।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Scroll to Top