বিপিএলে ভালো করে বিদেশি লিগে খেলতে চান আফিফ | চ্যানেল আই অনলাইন

বিপিএলে ভালো করে বিদেশি লিগে খেলতে চান আফিফ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার খুলনা টাইগার্সের খেলবেন আফিফ হোসেন। দলটির হয়ে আলো ছড়াতে চান জাতীয় দল তারকা। বললেন, এখানে ভালো করলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ আসবে।

বিপিএলে এপর্যন্ত চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফিফ। খুলনা টাইগার্স ছাড়াও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছেন। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ৭৪ ম্যাচে ১,৫৯৭ রান করেছেন। বিপিএলের বাইরে লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছেন। বিদেশি লিগগুলোতে সুযোগ পেতে বিপিএলে আরও ভালো করতে চান তিনি।

রোববার খুলনার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন আফিফ। তুলে ধরেন লক্ষ্যের কথা। বললেন, ‘প্রত্যেকটা বিপিএলই খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে, সবসময় আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ভালো করতে পারলে সামনে অনেক অনেক জায়গায় সুযোগ আসে। শুধু ইন্টারন্যাশন্যালে না, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে। আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি টিমের জন্য।’

বিপিএলে বরাবরই টপঅর্ডারে ব্যাটিং করেছেন আফিফ। খুলনা টাইগার্সের হয়ে এবারও শীর্ষ চারের মধ্যে যেকোনো পজিশনে নামতে চান। বললেন, ‘ব্যক্তিগত লক্ষ্য তো সবসময় থাকে ভালো করা। বিপিএলে কখনও লোয়ার অর্ডারে ব্যাটিং করি নাই। বিপিএলে টপঅর্ডারে ব্যাটিং করেছি। আশা করি এবারও টপঅর্ডারে ব্যাটিং এবং টিমের জন্য টুর্নামেন্ট শেষে যাতে ভালো অবস্থানে নিজেকে দেখতে পারি সেটা আশা করি।’

GOVT

Shoroter Joba

Scroll to Top