বিপিএলে পুলিশের বড় জয় | খেলা

বিপিএলে পুলিশের বড় জয় | খেলা

<![CDATA[

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে বড় জয় পেয়েছে পুলিশ এফসি। এএফসি উত্তরাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অন্যদিকে ২-০ গোলে ফর্টিস একাডেমির বিপক্ষে হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

শনিবার (২০ মে) ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় পুলিশ এফসি ও এএফসি উত্তরা। দিনের অপর ম্যাচে রাজশাহী জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফর্টিস একাডেমি।

 

আরও পড়ুন: ইতিহাস হওয়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপজয়ী দুই আর্জেন্টাইন

পুলিশ এফসি ও এএফসি উত্তরা ম্যাচে পুলিশের পক্ষে জোড়া গোল করেন জোহান আরাঙ্গো ও মোহাম্মদ আব্দুল্লাহ। একটি করে গোল করেছেন রবিউল হাসান, সাইদ শাহ কেরমানি, অ্যাডায়ার্ড এনরিক মোরিও। জবাবে একটি গোলেরও দেখা পায়নি উত্তরা।

এছাড়া ফর্টিস-মুক্তিযোদ্ধা ম্যাচে ফর্টিসের পক্ষে গোল করেছেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার ও মোজাম্মেল হোসাইন নিরা। গোল দুটিই এসেছে ম্যাচের শেষ দিকে। আমিরুদ্দিন গোল করেছেন ৮৪ মিনিটে এবং মোজাম্মেল গোল করেন অতিরিক্ত সময়ে। তাতে বেশিরভাগ সময় নিজেদের জাল অক্ষুণ্ন রেখেও শেষ মুহূর্তের ভুলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুক্তিযোদ্ধাকে। 

]]>

Scroll to Top