বিপিএল ফাইনালের সময় পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পর্দা নামার অপেক্ষায় বিপিএলের এবারের আসর। একমাসেরও বেশি সময় ধরে চলা মহাযজ্ঞের বাকি কেবল ফাইনাল। তার আগেরদিন ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যা ৭টায়। একঘণ্টা এগিয়ে ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

শিরোপামঞ্চে লড়বে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ খেলছে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে ওঠে চিটাগং।

Scroll to Top