রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির ১১ টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-ওয়ারি বিভাগ।
গ্রেপ্তাররা হলেন, এমরান হোসেন, মো. সোহাগ ও মো. আসিফ। আজ বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি-ওয়ারী বিভাগ জানায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তারদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৬(১) ও ১২(১) ধারা, একই আইনের ৩৪ (খ) এবং ৩৯ ধারা মতে এমরান হোসেনকে তিন মাসের বিনাশ্রাম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. সোহাগকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আসিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ডিবি জানায় উদ্ধারকৃত মুখপোড়া হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার কাছে হস্তান্তর করা হয়েছে।